মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

♥বাজারে আগুন♥

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৬৩ জন দেখেছেন

♥বাজারে আগুন♥

মোহাম্মদ আককাস আলী

বাজারে লেগেছে আগুন
লুটিয়ে নিবে,পুটিয়ে খাবে
দাম বাড়িয়ে নিবে তারা সুখটা।
মানুষের কষ্টে আগুন বাড়ে
না নিভেয়ে খুশিতে মজুদদারেরা আত্মহারা
যে যত পারে ইচ্ছে মত দাম বাড়া।

তেল- চিনি- সয়াবিন
মাছ মাংস কাঁচা তরকারী নিত্যদিন
বাড়ছেই দিন দিন-
হতাশায় ক্লান্ত মধ্যবিত্ত দিনমজুর।

বাজারে লেগেছে আগুন
আলুতেও লেগেছে হাওয়া
পেঁয়াজের বেড়েছে ঝাজ
বেগুনও ক্ষেপেছে,আন্ডাও বেড়েছে
কে করবে বাজার ঠান্ডা।

বাজারে লেগেছে আগুন
কিচ্ছু যায় না কওয়া,
দোকানীরা বলে দাম বেড়েছে
এটাই তাদের নিত্যদিনের চাওয়া।

বাজারে লেগেছে আগুন
মজুতদারেরা অট্টহাসিতে হাসে
ইজি চেয়ারে বসে হাওয়া খান
আর আমজনতার পকেট মেরে
টাকার বস্তা সিন্দুকে বন্দি করে রাখে ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com