মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

স্মৃতির বক্ষে অতীত”

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৭০ জন দেখেছেন

স্মৃতির বক্ষে অতীত”

রাজলক্ষ্মী মৌসুমী

ভালোবাসার সৌধ মিনারে দেখা হয়েছিলো দু”জনায়।
অজানা অনাবিল সুখের ছোঁয়া লেগেছিলো ভাবনায়।
কি আশায় যেনো স্বপ্ন বুনার কাল্পনিক সুতোয়
তোমায় আঁকড়ে নিলাম অন্তরে।
শ্রাবণের মেঘের জলের ধারায় অবারিত মাঠে
কতো না সিক্ত হয়েছি বারে বারে।
আজো যেনো সেই স্মৃতি অমলিন।
একদিন কাঙ্ক্ষিত স্বর্গ আমার দরজায়।
দু’জনে মিলে যখন বিশাল সাগর সৈকতে,
প্রকৃতি উপহার দিলো আমাদের দু’জনার বসন্তকে।
অবশেষে পানকৌড়ি নৌকায় দু’জনে সূদুর নীল পাহাড় চূড়ায় পৌঁছে গেলাম।
স্বপ্নসুখের পায়রা উড়ে বসলো জীবনের চলার গতিতে।
জীবন্ত রক্ত পিন্ড বাসা বাঁধলো আমার অনন্ত সুখে।
খুঁজে পেলাম সুখের দিশা। তারপর
সযতনে তিল তিল করে রোপন কোরলাম পলাশ, গোলাপ, বেলী,।
আলোয় আলোয় ভরে যায় আমার ভূবণ।
মোহিত হয় আমার জীবনপাশ।
ক্ষত বিক্ষত করে, করো না কখনও নিরাশ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com