শনিবার, ০৪ মে ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

ফরিদপুরের মধুখালীতে পঞ্চপল্লীতে পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৫ জন দেখেছেন

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিনিধি ফরিদপুরঃ

মন্দিরে আগুন লাগার ঘটনায় ১৯ এপ্রিল শুক্রবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর পঞ্চপল্লীতে মন্দিরে আগুন লাগার ঘটনায় জড়িত সন্দেহে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের নির্মাণ শ্রমিকদের সন্দেহ করে এলাকাবাসী হামলা করে। উক্ত হামলায় স্কুলের কাজে নিযুক্ত ২ জন নির্মাণ শ্রমিক নিহত হন,তারা দু’জন আপন ভাই।

এ ঘটনার প্রেক্ষিতে ১৯ এপ্রিল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন জনাব মারুফ হোসেন সরদার, বিপিএম-সেবা, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়। এসময় তিনি ক্ষতিগ্রস্থ মন্দির, স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকলকে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। এসময় সাথে ছিলেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর, জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর।

পরবর্তীতে হামলায় নিহত শ্রমিকদের বাড়ি পরিদর্শন করেন মো: কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর, জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর, জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর। এসময় নিহতের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পুলিশ সুপার মহোদয় নিহতের পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন- ‘এ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। কেউ আইনের উর্দ্ধে নয়। এ ঘটনার বিষয়ে সঠিক তদন্ত করা হবে।’

এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com