সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

হিংসার জ্বালা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

হিংসার জ্বালা

মোহাম্মদ আককাস আলী

হিংসুকেরা হিংসার জ্বালায় উঠেছে জ্বলে
এ’সমাজের মানুষগুলো পশুকেও হার মানিয়ে
একে অপরের সুখ নিচ্ছে তারা কেরে
সংঘাত সহিংস্রতায় জীবন তাদের গড়ে।

কৃষক হিংসা করে আরেক কৃষকের তরে
কেমনে তাদের করবে ক্ষতি
ফন্দি ফিকির মনে তারা জপে।

শিক্ষক শিক্ষকের তরে হিংসাই ওঠে জ্বলে
শিক্ষা অফিসারের কাছে নালিশে ভরে তোলে
অবশেষে,বুদ্ধির বেঁড়াজালে
ক্ষতি কবলে দু’জনেই পড়ে।

ব্যবসায়ী ব্যবসায়ীর করবে ক্ষতি
হিংসায় ভরা তাদের লাড়ি ভুঁড়ি।
সমাজের মধ্যমণি ইমামদের মনে
কেন থাকবে হিংসার ঝুলি?
বলে দাও ওগো খোদা তুমি।

হলুদ মাদকাসক্ত সাংবাদিকদের ভয়ে
জাতি নড়েচড়ে বসে,
ভূয়াদের দাপটে পেশাদারেরা
অতিষ্ঠ হয়ে উঠে।
ওরে বিবেকমানেরা উঠো জেগে
জুতার বারি মারো ওদের মুখে।
ভয় করো না
ওদের নেই কোন বড় ঠিকানা।
মুখের চাপাবাজীয় জনগণকে করেছে হেনস্ত
অন্ধকারে ওদের রাজত্ব।

নেতার সাথে পাতিনেতা করে তোষামোদি
মনের মধ্যে জ্বলছে হিংসার বাতি
ষড়যন্ত্রে লিপ্ত থেকে করছে তার ক্ষতি।
হিংসুকেরা হিংসায় জ্বালায় মরে
স্ত্রী সন্তান নিয়ে অশান্তির আগুনে জ্বলে।

চলবে—-

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com