মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম–অভিযোগ

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫২ জন দেখেছেন

শিরোনাম–অভিযোগ

মোহাম্মদ আককাস আলী

অভিযোগ! অভিযোগ! চারি দিকে অভিযোগ
কার কাছে দিবো অভিযোগ,কে নিবে?
সঠিক সিদ্ধান্ত কে দিবে?

বাবা দেয় অভিযোগ ছেলের বিরুদ্ধে
পাড়া প্রতিবেশীরা বলে ছেলে নষ্ট হয়ে গেছে
হতাশায় বাবা কাঁদে ছেলে কবে ভালো হবে।
কৃষক দেয় অভিযোগ
ফসলের নায্য মূল্য পায় না তারা,
লুটে নেয় ফড়িয়ারা লাভবান হয় কালোবাজারিরা।
মজুরী দিয়ে কিছুই থাকে না চাষিদের ঘরে
হতাশায় পরিবার পরিজন নিয়ে জীবন কাটে।

অভিযোগ! অভিযোগ! চারি দিকে অভিযোগ
বড় বড় কর্তাদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ,
কে করবে সমাধান,
তাদের বিরুদ্ধে নেই কোন অভিযান।
রাতারাতি করে তারা গাড়ী বাড়ি
আমজনতার মধ্যে কানাকানি;
রাজার বেশে কাটাই জীবন তারা
সোনার বাংলা ধংষ করে
জনতার ঘারে দোষ চাপায় তারা।

অভিযোগকারী অভিযোগ দিয়ে পড়ে বিপদে
কর্তারা দম্ভের সাথে বলে ওরে দূর্নীতিবাজ
নিজেরাই দূর্নীতি করে দিস্ অভিযোগ
তোদেরকে পাঠাবো জেলখানায় বসবাস করাবে।

দিন যায় হতাশায় জীবন কাটে
রাতে আসে না চোখে ঘুম
কখন যাবো জেলখানায় ভয়ে কাপে দেহ
সততার ঝান্ডা অন্ধকারে ঠান্ডা,
ওরে হতভাগ্য কেন দিয়েছিলে অভিযোগের বার্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com