মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

পরিবর্তনের পালা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

পরিবর্তনের পালা

মোহাম্মদ আককাস আলী

 

আগের দিনে বন জঙ্গলে ছিলো
বাঘ,শেয়াল, শকুন, সাপ বিচ্ছুতে ভরা
এখন সেখানেতে বহু লোকের চলাফেরা।
মেঠো পথে হাঁটত পথিক হাসতো সবুজ ঘাস
হরহামেশায় পড়ে থাকে শিয়াল,কুকুর মানুষের লাশ।

একসময় ছিলো জীর্ণ কুটির কলা পাতায় বেড়া
সেখানে আজ অট্টালিকা ইট পাথরের ঘেরা।
সমাজ জুড়ে যাচ্ছে বয়ে উন্নয়নের বান
মাদকাসক্ত সন্তানকে নিয়ে কাঁদে মা-বাবার প্রাণ।

ডিজিটালের ছোঁয়ায় বাড়ছে
লোকের আয়েশ বিলাসিতা
কালের স্রোতে যাচ্ছে ভেসে নীতি-নৈতিকতা।
আগের দিনে নারীরা ছিলো গৃহের কর্মে বন্দী
এখন সে নারী দুনিয়া জুড়ে চালায় কলের গাড়ী।

আগের দিনে শিশু খেলতো
মায়ের কোলে হেলেদুলে,
শিশুরা এখন কাঁদে
মা নেই গেছে চলে স্কুলে পড়াতে।

বেড়েছে শিক্ষা বেড়েছে সম্পদ
বেড়েছে জীবন যাত্রার মান,
বাড়েনি দীক্ষা, বাড়েনি সুশিক্ষা
শুধুই পরিবর্তনের পালা
এ’নিয়েই আমরা দিশেহারা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com