রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

হারিয়ে যাওয়া ঈদ

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

হারিয়ে যাওয়া ঈদ

এইচ,এম মুজাহিদ

চলেই গেল আরো একটি ঈদ
গোধূলির তীরে অনুভব করি ঈদের খুশিটা কি
ছোট্ট বেলার ঈদের স্মৃতিকে আঁকি
ঈদ আসলেই একটা সময় চোখে ছিলনা নিদ

ঈদের মানে অভাবের সংসারে
গরম ভাতের গামলার তলে ইসতারি পায়জামা
অশ্রু দামে রংচটা এক জামা
ধরণীর সব উজ্জ্বলতা যেখানে ঠিকরে পরে।

চড়ুইভাতি ঈদের আগের রাতে
আনকোরা হাতে আলু ডাল ডিম ভিন্ন রকম স্বাদে
হৈ-হুল্লোর শত অভিযোগ বাদে
চেরাগের মৃদু আলো আধাঁরি ভোজন কলার পাতে

ঈদ সকালে কাঁপুনি গোসল শেষে
চিরুনি কেশে চোখে সুরমা মায়ের সু-আচঁড়ে
ঈদগাহে যাওয়া বাবার হাতটা ধরে
পকেট জুড়ে দশ টাকাতেই চলা রাজার বেশে

ঈদের মানে মার্বেল খেলা দুপুর
নারকেল ডালে সুনিপুণ ব্যাটে বিজয়ী উত্তেজনা।
একটা পেপসি মিলে খাওয়া সাতজনা
সাইকেল যোগে হারিয়ে যাওয়া মাঠ পেরিয়ে সুদুর

হয়তো আছে আজকে অনেক কিছুই
খ্যাতি বিলাসিতা আপন মানুষ স্বজন ভুরি ভুরি
নেই আজ সেই ত্যাগী বন্ধুর ঝুড়ি
তাই এক্ষণে বসে আনমনে ছুটছি স্মৃতির পিছুই

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com