শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

নন্দীগ্রামে সরকারি সম্পত্তি দখল ও স্থাপনা নির্মানের প্রতিবাদে মানববন্ধন

জুয়েল রানা নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩০ জন দেখেছেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে সরকারি সম্পত্তি দখল ও স্থাপনা নির্মানের প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক/ছাত্রী ও অবিভাবকবৃন্দ। সোমবার (২০ ফেব্রয়ারী) সকাল ১১টার অত্র কলেজ গেটে অনুষ্ঠিত মানববন্ধনে নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল বলেন, উক্ত সম্পত্তি ক্রয় ও দান সূত্রে মালিক কলেজ কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘদিন পর শাবান ট্রেডার্স এবং নজরুল ট্রেডার্স উক্ত সম্পত্তি নিজেদের দাবী করে জবর দখল করে স্থাপনা নির্মান করছেন। মানববন্ধনে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তারা। সেই সাথে জায়গাটি অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষনা দেন কলেজ কর্তৃপক্ষ। মানববন্ধন শেষে শাবান ট্রেডার্স এবং নজরুল ট্রেডার্সের সদ্য নির্মানকৃত স্থাপনার ভিতরে অবস্থান কর্মসূচি ও কলেজের ছাত্রীদের ক্লাস করানো হয়।

 

অবৈধ দখলের বিষয়ে শাবান ট্রেডার্স এবং নজরুল ট্রেডার্সের স্বত্বাধিকারীর কাছে জানতে চাইলে তারা বলেন, কলেজ কর্তৃপক্ষ ভুয়া মালিক ও ভুয়া দলিল দেখিয়ে আমাদের ক্রয়কৃত সম্পত্বি জবর দখলের পায়তারা করছে। এছাড়াও শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে উস্কে দিচ্ছে এবং ব্যবহার করছে। আমরা আইনের মাধ্যমে এর জবাব দিবো।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com