মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

পুন্ড্র সাহিত্য সংসদ বসালো দুই বাংলার কবি লেখকদের মিলন মেলা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭৮ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

ঈদ পুনমিলনি ও দুই বাংলার কবি লেখকদের মিলন মেলার আয়োজন করলেন পুন্ড্র সাহিত্য সংসদ। শনিবার (১৩এপ্রিল)বগুড়া জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে পুন্ড্র সাহিত্য সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান তারার সভাপতিত্বে আব্দুর রহমান কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.মো.আমিরুল ইসলাম। প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,সার্ক জার্নালিস্ট ফোরাম ঢাকার মহাসচিব আব্দুর রহমান। আন্তর্জাতিক অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কবি সঞ্চালক ও সাংস্কৃতিক সংগঠক রায়গঞ্জ ভারতের সোমনাথ চক্রবর্তী সুমন। স্বাগত বক্তব্য রাখেন, পুন্ড্র সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কবি সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ আককাস আলী, মহাস্থান মাহিসওয়ার ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক কবি মো.আব্দুর রাজ্জাক রঞ্জু, সরকারি অধ্যাপক কবি নজরুল ইসলাম, কবি গীতিকার ও প্রাবন্ধিক এ কে আজাদ, জেলা সরকারি গণগ্রন্থাগারের পরিচালক,মো.আমির হোসেন,কবি খোরশেদ আলম নান্নু, কবি হাবিবুল হক,কবি আব্দুর রউফ প্রমুখ। মিলন মেলায় দুই বাংলার কবি লেখকদের কবিতা ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com