সোমবার, ২০ মে ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় লাগামহীন ডাবের দাম

লিয়াকত হোসেন নগরকান্দা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

লিয়াকত হোসেন নগরকান্দা, ফরিদপুর প্রতিনিধিঃ

 

ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে হুট করেই ফরিদপুরের বাজারে বেড়েছে ডাবের দাম। ৫০ থেকে ৬০ টাকা দামে বিক্রি হওয়া ডাবগুলো বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে।

ভোক্তাদের অভিযোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ায় অসাধু ব্যবসায়ীরা ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন। এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথা বলছে প্রশাসন। দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ফরিদপুরের বাজারে বেড়েছে খুচরা পর্যায়ে ডাবের দাম।

খুচরা পর্যায়ে এক একটি ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে। যা কিছুদিন আগেও বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা দরে।

দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ডাবের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের।

এদিকে বিক্রেতারা বলছে চাহিদা অনুযায়ী জোগান না থাকায় বেশি দাম দিয়ে ডাব কিনতে হচ্ছে তাদের।

তবে সাংবাদিকদের ক্যামেরা দেখে বেশিদামে ডাব বিক্রির বিষয়গুলো অস্বীকার করছেন বিক্রেতারা।

এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com