বুধবার, ০৮ মে ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন

মুক্তাগাছায় শ্রেনীকক্ষে পাঠদানকালে নারী শিক্ষক’কে লাঞ্ছিতের অভিযোগ!

শিবলী সাদিক খানঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

শিবলী সাদিক খানঃ

 

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৯২নং খিলগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনীকক্ষে পাঠদানকালে সহকারী শিক্ষক রিপা সুলতানাকে কোমলমতি শিশু শিক্ষার্থী-শিক্ষকদের সামনে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মুক্তাগাছা মহাবিদ্যালয়ের কম্পিউটার ডেমোন্সট্রেটর শেখ মোহাম্মদ আক্তারুজ্জামান ওরফে জুয়েলের (৪৫) বিরুদ্ধে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী, দাম্পত্য জীবনে রিপা সুলতানা দুই সন্তানের জননী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ২টা ২০মিনিটে এঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ সুপার ময়মনসিংহ এবং মুক্তাগাছা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছে সহকারী নারী শিক্ষক রিপা সুলতানা।

অভিযোগ সূত্রে জানা যায়, শেখ মুহাম্মদ আক্তারুজ্জামান জুয়েল স্ত্রী-সন্তানদের কোন প্রকার ভরনপোষণ না করায় স্ত্রী রিপা সুলতানা বাদী হয়ে পারিবারিক আদালতে ভরনপোষণ মামলা দায়ের করেছে। যার নং-৮৪/২১। বিদ্যালয়ে যাতায়াতকালীন তিনি মামলা তুলে নেয়ার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করায় থানায় জিডি’র প্রেক্ষিতে পুলিশ তদন্তে সত্যতা পায়, যার নন জিআর মামলা নং-৫৬/২১।

অপরদিকে শেখ মোঃ আক্তারুজ্জামান কম্পিউটার ডেমোন্সট্রেটর পদে চাকুরি করে নিজেকে প্রভাষক পরিচয় দিয়ে বিজ্ঞ আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন স্ত্রী রিপা সুলতানা। মামলা নং-৭৪/২১।

জানা যায়, কলেজে নির্দৃষ্ট সময়ে অবস্থান না করা, কলেজে উপস্থিত না হয়েও স্বাক্ষর করা, শিক্ষার্থীদের যৌন হয়রানি, জমি দখলসহ নানান অপকর্মের ফিরিস্তি নিয়ে ইতিপূর্বে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকবার শিরোনাম হয়েছিলেন এই শেখ মোহাম্মদ আক্তারুজ্জামান জুয়েল। তার অপকর্মের সংবাদ প্রকাশ করায় প্রথমে তিনি সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকী প্রদানসহ মিথ্যা মামলায় জরিয়ে হয়রানি করার উদ্দেশ্যে থানায় মিথ্যা জিডি করলেও পরবর্তীতে নিজের দোষ স্বীকার করে জিডি প্রত্যাহার করে নিজেকে সংশোধন করে নিবেন মর্মে লিখিত প্রতিবাদ ও ব্যাখ্যা দেন যা বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশ হয়েছে।

সরেজমিন তদন্তে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ প্রতিবেদক’কে জানান, আমি দ্বিতীয় তলায় অফিসে ছিলাম, গালিগালাজ শুনে নিচে গিয়ে দেখি রিপা ম্যাডামের স্বামী তাকে মাঠে দাঁড়িয়ে গালিগালাজ করছে, শিক্ষার্থীরা শ্রেনীকক্ষ থেকে বেরিয়ে এসেছে,আমি তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের ক্লাসে নেওয়ার চেষ্টা করছিলাম। ততক্ষণে ঐ লোক শিশু বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। বিষয়টি এটিইও ম্যাডামকে জানিয়েছি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদক’কে জানান, আমরা সবাই শ্রেনীকক্ষে পাঠদান করছিলাম, হঠাৎ উচ্চ স্বরে গালিগালাজ শুনে এসে দেখি উত্তেজিত অবস্থায় মেডামের স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ করছে, একপর্যায় আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের কথা বলে ম্যাডামের কাছ থেকে শিশু কন্যা পূর্নতা(৪) কে জোরপূর্বক নিয়ে যায়। বিষয়টি খুবই ন্যাক্কার ও দুঃখজনক। বিদ্যালয় চলাকালীন এমন জগণ্যতম ঘটনার নিন্দা জানাই সেই সাথে ন্যায় বিচার প্রত্যাশা করি।

৫ম শ্রেনীর কোমলমতি শিক্ষার্থীরা জানান, ম্যাডাম আমাদেরকে পড়াইতেছিল, হঠাৎ এক বেডা ক্লাসে এসে ম্যাডামকে ধাক্কা মেরে বকাবকি করে ম্যাডামের বাচ্চা নিয়ে গেছে।

এ বিষয়ে মুক্তাগাছা মহাবিদ্যালয়ের গভর্নিং বডি’র সভাপতি পৌর মেয়র আলহাজ বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com