বুধবার, ০১ মে ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

নন্দিগ্রামে”নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস”পালিত

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৪৯ জন দেখেছেন

হাফছা খাতুন।স্টাফ রিপোর্টারঃ-

বগুড়ার নন্দীগ্রামে গত ১৬ ই অক্টোবর বিকাল ৪ টায় নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের কদমা গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র, ঈশ্বরদী এর আয়োজনে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত বিনাধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে “নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস” পালিত হয়েছে।

অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া’র কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবস টি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষক) ড. মোঃ আব্দুল মালেক, কৃষিবিদ মোঃ দুলাল হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া, কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমেদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া, কৃষিবিদ মোঃ আদনান বাবু উপজেলা কৃষি অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম বগুড়া, কৃষিবিদ মোঃ খাঁন জাহান আলী বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র ঈশ্বরদী, সদর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শাহারুল ইসলাম। এছাড়াও উক্ত এলাকার বিভিন্ন গ্রামের কৃষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কদমা গ্রামের মোঃ জাকির হোসেন এর ৭ বিঘা জমির বিনা-১৭ ধান কর্তনের মধ্য দিয়ে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বৈজ্ঞানিক সহকারী মোঃ হাবিবুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com