রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে ও রিভাইভ প্রকল্প-ডাসকো ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ব্র্যাকের পল্লী সমাজের সদস্য, কিশোরী ক্লাবের সদস্য, সরকারি-বেসরকারী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিপুল সংখ্যক নারী র‌্যালীতে অংশগ্রহণ করেন।

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন-জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা, ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার পিয়ারা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা নাথন চৌকিদার, সুরভী শারমিন, মহিলা আওয়ামীলীগ সাবেক সভানেত্রী আনজুয়ারা বেগম, মহিলা লীগ নেত্রী আরজিনা খাতুন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com