শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

বই মানবাত্মার বন্ধু,বই পড়লে আত্নার কষ্ট দুর হয়–কবি আককাস আলী

সাহিত্য সম্পাদক প্রজন্ম ট্রিবিউন
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

 

সাংবাদিক,কবি মো.আককস আলী বলেছেন,’বই শুধু অক্ষরজ্ঞানে গুণীবান করে তুলে না, সভ্যতা ও মানবতাবোধ নিশ্চিত করতে মানব সন্তানকে সহায়তা করে থাকে। বই মানবাত্মার বন্ধু,বই পড়লে আত্নার কষ্ট দুর হয়।

বইকে বন্ধু করুন। দেখবেন আত্মার আত্মীয়তায় বই আপনার সঙ্গী হবে। তিনি বলেন,’বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না।

‘বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ-কষ্টের বোঝা অনেকটা কমে যায়’। অতএব অন্য নেশায় জড়িয়ে পড়ার আগে বই পড়ুন, বইয়ের মধ্যে ডুবতে থাকুন,সুখে ভরা জীবন গড়ুন। তিন বলেন জ্ঞান অর্জনের উপায় দুটো, বই পড়া ও ভ্রমণ করা। অতএব ভ্রমন করুন বই পড়ুন নিজেকে সুখে রাখুন।

তিনি আরো বলেন,অঢেল টাকা, গাড়ী বাড়ি সুখী করতে পারে না। সুখ শান্তির ঠিকানা অল্পতেই খুশি থাকতে হবে,বেশি বেশি বই পড়ার মধ্যেও ডুবে থাকতে হবে। দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে।

তিনি সকল পাঠক,পাঠিকা,ছাত্র, ছাত্রী ও বেকার বন্ধু বান্ধবদের বই কেনা ও বই পড়ার আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com