শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

ডার্ক শ্যাডো’স

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১১ জন দেখেছেন

ডার্ক শ্যাডো’স

– মুহাম্মদ শামসুল হক বাবু

 

উদীয়মান তরুণ নেপালী কবি কামাল চুনানা (Kamal Chunana, Facebook ID Kamal Dhungana) যিনি সবার কাছে কালাম ধুঙ্গানা নামে পরিচিত, তিনি বেশ কিছু বই রচনা করেছেন এর ভিতর ডার্ক শ্যাডো’স (Dark Shadows) বইটি অন্যতম, যেটি ভারতের দিল্লি থেকে ২০২২ সালে প্রকাশিত হয়েছে এবং প্রকাশনী সংস্থার নাম অথর প্রেস (Author Press), এই বইতে কবিতার সংখ্যা ৬১ টি এবং পৃষ্ঠা সংখ্যা ১০০, এটি মূলতঃ একটি কবিতার বই যা ইংরেজিতে লেখা হয়েছে। তিনি লেপালি ভাষা ছাড়াও ইংরেজিতে সাহিত্যচর্চা করে থাকেন। তার লেখায় প্রেম বিরহ, মানবতা, প্রকৃতি, দেশপ্রেম সহ সমসাময়িক বিষয় স্থান পেয়েছে। পাশাপাশি তিনি একজন অনুবাদক। তিনি দেশ বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক সংগঠনের সাথে জড়িত এবং বহু পুরস্কার লাভ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com