শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

সংবিধান দিবস পালন

আবুহেনা,নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৭০ জন দেখেছেন

 

আবুহেনা,নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে ৪ নভেম্বর শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন ওসি তারেকুর রহমান সরকার, আইসিটি অফিসার সানজির আহম্মেদ শিশির, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি রুহুল আমীন, বিয়াম ল্যাবরেটরী স্কুলের সহকারী অধ্যাপক রিমন মোর্শেদ প্রমুখ।

ইউএনও ইকতেখারুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গঠিত সংবিধান প্রণয়ন কমিটির সুপারিশমালা ১৯৭২ সনের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে গৃহিত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল যা ১০ই এপ্রিল ২০১৮ সালে সপ্তদশ সংশোধনী সহ ১৭ বার সংশোধিত হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের নিকট প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ দায়বদ্ধ।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ।

 

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com