শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

নাটোরে ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৭৭ জন দেখেছেন
  1. নাটোর প্রতিনিধিঃ

নাটোর: নাটোরে মোটরসাইকেল চালিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আরোহী স্ত্রী বিজলী বেগমের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক স্বামী হেলাল হোসেন আহত হয়েছেন।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী পুরানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত দুইজনই বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের বাসিন্দা।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার খায়রুন্নাহার ও স্থানীয়রা জানান, বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী তাদের মেয়ে জামায়ের বাড়ি তেলকুপি গ্রামে যাচ্ছিলেন।

পথে তেলকুপি পুরানপাড়া এলাকায় এসে রেললাইন পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পরে। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু এবং স্বামী আহত হন।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আহত হেলাল হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি লাইন থেকে সড়িয়ে রেখে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। বর্তমানে মরদেহটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। জিআরপি পুলিশ এসে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান স্টেশন মাস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com