শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

নলডাঙ্গায় অগ্নিকান্ডে চারটি গোবাদি পশুর মৃত্যু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৮ জন দেখেছেন

নাটোর প্রতিনিধিঃ

 

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে হারুন অর রশীদ নামে এক কৃষকের গোয়াল ঘর ভভষ্মিভুত সহ ৪ গোবাদি পশু (গরু) মারা গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২ টার সময় উপজেলার দুর্লভপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হারুন অর রশীদ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
খাজুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড সদস্য এসএম আমজাদ হোসেন মন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, গত সন্ধ্যা রাতে বাড়িসংলগ্ন গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দিয়েছিলেন কৃষক হারুনুর রশীদ। ওই গোয়াল ঘরে একটি গাভী, দুইটি এড়েঁ গরু ও একটি বোকনাসহ ৪টি গরু রাখা ছিল।

রাত আনুমানিক দুইটার দিকে ওই গোয়াল ঘরে আগুন লাগে এবং মূহুর্তের মধ্যে তা দাউদাউ করে জ্বলে ওঠে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন হারুনুর রশীদ ও তার পরিবারের লোকজন। কিন্তু মুহুর্তের মধ্যে তার গোয়ালঘর ও ৪ টি গরু পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। পরে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com