শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

নন্দিগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে

তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ জন দেখেছেন

তানসেন আলী মুন্টু, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার নন্দিগ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে ।

সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন সহ
নন্দিগ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উক্ত অনুষ্ঠানে অন্যান্য স্কুলের সাথে তাল মিলিয়ে নন্দীগ্রামের সুনামধন্য শিক্ষা- প্রতিষ্ঠান “মা কেজি এন্ড হাই স্কুল” কুচকাওয়াজ ও নৃত্য পরিবেশন করেন।
এই স্কুলটি রেজাল্টের দিক দিয়ে সকল স্কুলের থেকে শীর্ষে স্থানে অবস্থান করছে বলে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন।

প্রতিষ্ঠানটির পরিচালক মা কেজি এন্ড হাই স্কুলের সার্বিক সাফল্য চেয়ে নন্দীগ্রামবাসীর কাছে দোয়া ও সবার কাছে সহযোগিতা প্রত্যাশি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com