শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

নওগাঁয় মেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু, মা-বোন আহত

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁর মহাদেবপুরের হাট চকগৌরী বাজার এলাকায় মায়ের সাথে গ্রামীণ মেলা দেখতে যাওয়ার পথে বিজয় সরকার (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের মা ও ছোট বোন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহত ছাত্র নওগাঁ পৌরসভার পুরাতন রেজেস্ট্রি অফিস পাড়ার সুশীল সরকার বাদলের ছেলে ও নওগাঁ সরকারি জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিজয় তার মার সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে উপজেলার ভীমপুর এলাকার ঐতিহ্যবাহী হিন্দুবাঘা গ্রামীণ মেলা দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক উল্টে বিজয়, তার মা বর্ষা রাণী ও ছোট বোন শ্রদ্ধা সরকার আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত বলে ঘোষণা করেন।

 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপার আমাদের কেউ কিছু জানাননি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com