শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বিচ্ছিন্ন হলো হেলপারের মাথা

হাফছা খাতুন, স্টাফ রিপোর্টার 
  • আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৯৪ জন দেখেছেন

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে থামিয়ে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবু মিয়া (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত বাবু মিয়া দুর্ঘটনাগ্রস্ত বাসের হেলপার। তিনি নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকার আসাদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে নাটোরগামী সিয়াম পরিবহনের দ্রুতগতির বাস মহাসড়কের পাশে থামিয়ে রাখা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের গেটে দাঁড়ানো হেলপারের শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বাসের এক পাশ ভেঙে মুচড়ে গিয়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক সুলতান মাহমুদ জানান, শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com