সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

আই জি পি কতৃক প্রদানকৃত পুরষ্কার গ্রহনে হ্যাট্রিকের ধাপ পেরিয়ে গেলেন দুপচাঁচিয়ার ওসি আজদ

এম আমিরুল ইসলাম এল এল বি,রাজশাহী বিভাগীয় প্রধানঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫৩ জন দেখেছেন

এম আমিরুল ইসলাম এল এল বি,রাজশাহী বিভাগীয় প্রধানঃ

 

বগুড়ার জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভায় আই জি পি কর্তৃক প্রথম স্থান ও দ্বিতীয় স্থানসহ ৪ টি পুরষ্কার পেলেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজদ। আজ বুধবার ১০ মে বগুড়া জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় তাকে ৪ টি পুরষ্কারের ক্রেস্ট উপহার হিসেবে তুলে দেন বগুড়া জেলার মেধাবী ও দ্বায়িত্বশীল পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী পি পি এম।

 

পুরুস্কৃত হওয়ার ঘটনাবলিঃ

 

১ম- ২৪ ঘন্টার মধ্যে মন্দিরে চুরির রহস্য উদঘাটনের জন্য “মাননীয় আই জি পি মহোদয় কর্তৃক প্রেরিত পুরস্কার”।

২ য়- আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা ।

৩য়- তালিকাভুক্ত মাদক বিক্রেতা গ্রেফতারে দুপচাঁচিয়া থানা যুগ্মভাবে ‘দ্বিতীয় স্থান’ অর্জন।

৪র্থ-সিআইএমএস এন্ট্রি তে দুপচাঁচিয়া থানা ‘প্রথম স্থান’ অর্জন করায় অর্থ পুরস্কার প্রাপ্তি।

 

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবুল কালাম আজদ বলেন। পুরুষ্কার আমার কাছে উতসাহের মকুট।যা পেয়ে সত্যি আমি ও আমার টিম অত্যান্ত খুশি। পুরষ্কার’ সর্বদা মানুষকে কাজে প্রেরনা যোগায়। ৪ টি পুরষ্কার আমার একক প্রাপ্য নয়, এর পিছনে আমার প্রত্যেক সদস্যের শরীরের ঘাম ঝরানো পরিশ্রম লুকিয়ে আছে। এ সম্মান শুধু পুলিশের নয় এসম্মান পুরা দুপচাচিয়া উপজেলাবাসীর তথা পুরা বগুড়া জেলার বলে আমি মনে করি। আমার সিনিয়র স্যারদের সহযোগীতায় আমি আগামীতে আরো দ্বায়ীত্বের সাথে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com