শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

শেখ হাসিনা সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সাবলম্বি করেছে – খাদ্যমন্ত্রী

মোহাম্মদ আককাস আলী,নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী,নিজস্ব প্রতিবেদক :

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন,শেখ হাসিনা সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সাবলম্বি করেছেন। মন্ত্রী বলেন,খালেদা জিয়ার আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অবহেলিত ছিল। সেই অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সহযোগিতা করে স্বাবলম্বী করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহবান মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁস, হাঁসের খাদ্য ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৩৩২টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস, ৯ কেজি খাদ্য ও হাঁস পালনের১টি ঘর বিতরণ করা হয়।
ইউএনও ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড.অসিম কুমার দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com