মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

রাজারহাটে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কে কুয়াশাচ্ছন্ন সকালে ঘোড়ামারা ব্রীজের কাছে অটো ও আলু বোঝাই ট্রলির মুখোমুখী সংঘর্ষে নিহত হয়েছেন এক আহত তিন। ট্রলি চালক লুৎফর রহমান (৪২) ট্রলিতে আলুর বস্তা নিচে চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মধুপুর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র বলে জানা গেছে।

অপরদিকে অটো চালক খায়রুল ইসলামসহ অটোতে থাকা যাত্রী আরমান খান অন্ত ও হিমেশ্বর রায়কে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুয়াশাবৃত সড়কে উক্ত স্থানে তিস্তা থেকে রাজারহাটমুখী আলু বোঝাই একটি ট্রলির সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোর মুখোমুখী সংঘর্ষ হয়।

রাজারহাট থানার ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com