সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

রংতুলি

মোঃ আবেদ আহমেদ, সম্পাদক সাহিত্য বিভাগ
  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১৬ জন দেখেছেন

রংতুলি
🖊️নাজমিন রুম্পা

জীবন নামক ক্যানভাসে মোর নিত্য বিচরণ
কখনো ধূসর বর্ণ কখনো রক্তিম আবরণ।

অপরিজিতা নীল গায়ে মেখে হয়েছি শরতের সুবিশাল অভ্র
সাথে বিস্তৃর্ণ সবুজ প্রান্তর যুক্ত কাশবন শুভ্র।

একুশের কৃষ্ণচূড়া হয়ে জাগিয়াছি চেতনা বাঙালির মনে
তোমায় নিয়েও এঁকেছি ভুবন,বলা হয়নি যা ছিলো গোপনে।

গোধূলির লালচে আকাশে আঁকিয়েছি প্রণয় গাঁথা
কখনো বাসন্তী শাড়ীর পাড়ে,কখনো নকশীকাঁথা।

সংসারের নানান প্রণালী আঁকিলাম নানা রঙে
কারো জীবন বিস্বাদে ভরা,কারো কাটে ঢঙে।

তরুণীর চোখের কাজল হলাম,হলাম আলপনা
কখনো থাকি বাস্তবে কখনো কল্পনা।

স্মৃতির স্তম্ভে দাঁড়িয়ে আকিঁ জীবন সাদাকালো
ক্ষনিকেই আধাঁর নামে,ক্ষণিকেই জ্বলে আলো।

জলরঙে আঁকতে গিয়ে হৃদয় ভিজালাম কত?
চোখের জলে কাজল ধুলো জাগিল পুরনো ক্ষত।

রমণীর সিঁথির সিঁদুর হলাম,হাতে লাল-সাদা
শাখাঁ বলা
যতই হই ক্লান্ত,বিরতি নেই, অবিরাম এ পথ চলা।

ভ্যানগগ,ভিঞ্চি,জয়নুল আবেদীন হলাম হাত-বদল কত?
সবেতেই মোর অবদান আছে আলেপ সৃজিত হয়েছে যত।

মানবজীবন খুবই বিচিত্র- কেউ সুখী,কেউ ক্রুদ্ধ
শিল্পীর হাতের তরবারী আমি, আকিঁ জীবন যুদ্ধ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com