মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

ভিখারি মন

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৭৯ জন দেখেছেন

ভিখারি মন

রহিমা আক্তার রীমা

 

আমি ভৃত্যের মতো নিঃস্ব হয়েছি

তাই ভিক্ষার ঝুলি হাতে

ভালোবাসার তৃষ্ণায় হয়েছি কাতর

ক্ষুধার্ত প্রেম আঘাতে।

 

অনাহারী মনে কঙ্কালসার দেহে

খুঁজেছি একমুঠো প্রেম

বাঁচার তাগিদে জরুরী ছিলো যা

চাইনি তো অমূল্য হেম।

 

কোনটা ছলনা কোনটা প্রতারণা

বুঝেনি ভিখারি মন

প্রেমের ক্ষুধায় ছটফট করেছি আমি

প্রেমোদগম হোক না জীবন।

 

ভিক্ষার ঝুলি পরিপূর্ণ হলেই

খুঁজতে চাই বাঁচার রসদ

সুদেআসলে ফেরত নিতে চায় যে

করতে হয় ফের পরিশোধ।

 

কানাকড়িও থাকে না গচ্ছিত

হয়ে যাই আমি নিঃস্ব

সবাইকে আমি গুরু মেনে চলি

আমি সকলের শিষ্য।

 

আলিশান স্বপ্নে বিভোর নই আমি

ভাবি না নিজ প্রয়োজন

জীবন অতি ক্ষুদ্র,চাওয়া সামান্য

ভিখারি আমার এ মন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com