সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

ফরিদপুরে নিখোঁজ অটোরিক্সাচালক সুজনের ৯ দিন পরেও সন্ধান মেলেনি

সেক মোহাম্মদ আফজাল,বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

সেক মোহাম্মদ আফজাল, বিশেষ প্রতিনিধি

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের মৃত আজগর গোবাজিয়ার ছেলে সুজন (২০) একই গ্রামের বিজয় বিশ্বাসের অটোরিকশা (ভাড়ায়) প্রতি দিনের মত অটোরিকশা নিয়ে ফরিদপুর শহরের বিভিন্ন জায়গায় ভাড়ায় চালায় আসছিল।

গত ১৬ মে মঙ্গলবার বাড়ি থেকে যাওয়ার পর আর ফিরে নাই। ২৩ মে মঙ্গলবার পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি।

সুজনকে না পেয়ে অনেক খোজাখুজি করে না পেয়ে সুজনের বড় ভাই সোহেল রানা ১৭ মে বেলা ১০ টার দিকে ফরিদপুর জেলার বাখুন্ডা পশ্চিম পাড়ে রিক্সা স্টান্ডে মজিদ (৩৫) নামের এক লোকের নিকট ৫ ব্যাটারী অটোরিকশাটি পাওয়া যায়।

সুজনের ভাই তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন সুজনের নিকট থেকে স্টাম্পে স্বাক্ষর রেখে কিনে রেখেছি, আমার ভাই কোথায় জানতে চাইলে তারা বলেন আমরা জানিনা, তারপর কথা কাটাকাটি করার পর স্ট্যাম্প সহ অটোরিকশা ফেরত দেয় এবং সুজন কোথায় আছে খুজে দিবে বলে আশ্বস্ত করে।
১৯ মে সোহেল রানা বাখুন্ডা মজিদ এর নিকট তার ভাই সুজনের সন্ধান পেয়েছে কিনা জানতে চাইলে বিবাদী মনিরুজ্জামান (৪২) এবং নিজাম (৪৫) উত্তপ্ত হয়ে ৫৫ হাজার টাকা দাবী করে এবং গালমন্দ করতে থাকে।
এ ব্যপারে সুজনের বড় ভাই সোহেল রানা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেন।

অটোরিকশা খুঁজে পেলেও ভাইকে খুজে না-পেয়ে সুজনের মা- ভাই বোন এবং আত্মীয় স্বজনরা শংকায় দিন যাপন করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com