মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

নন্দীগ্রামে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ জন দেখেছেন

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি:

 

বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন সুচক ক্রেস্ট প্রদান করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার নন্দীগ্রাম উপজেলার ভাটরা গ্রামের আকন্দপাড়ায় প্রাক্তন শিক্ষার্থী ও মিলেনিয়াম একাডেমির পরিচালক মোঃ মেহেদী হাসানের আয়োজনে ১৪ জন্য শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

 

উপজেলা ভাটরা গ্রামে মিলেনিয়াম একাডেমির প্রাইভেট সেন্টার হতে মোট ১৪ জন শিক্ষার্থী এসএসসি-২০২২ পরীক্ষায় অংশগ্রহণ করেন শতভাগ পাস সহ মোট ৭জন জিপিএ-৫ (৪জন গোল্ডেন প্লাস) পায়। শিক্ষার্থীদের এরুপ সাফল্যের স্বীকৃতি এবং তাদের উৎসাহিতকরণে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন মিলেনিয়াম একাডেমির পরিচালক মোঃ মেহেদী হাসান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(চলতি দায়িত্বে)মোঃ আকরাম হোসেন, সহকারি শিক্ষক বাংলা মোঃ আব্দুল লতিফ, ছাত্র-ছাত্রী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সব এলাকার প্রাইভেট বা কোচিং সেন্টারে হওয়া উচিৎ বলে অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com