মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

দেবতা বদল 

মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি :
  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২৮ জন দেখেছেন

দেবতা বদল

 

কলমে : কনা মির্জা

 

আমি কখন যে তারে পেলাম!

কোথা থেকে কোথা এলাম,

আমি আমার দীর্ঘদিনের স্বভাবে নেই আর

মুক্তি দিয়েছি নষ্ট জীবন।

ছোট জীবনের দম্ভটা উপরে

ভাগাভাগি করেছি সন্মান,

আমি মানুষ হতে চেয়েছি

ভেঙ্গে চুরে সব অহংকার।

আমি চির পরিচিত পথে নেই আর

যেখানে দীর্ঘরাত আরাধনায় হাহাকার,

আমি মৃত্যু চাইনি

চেয়েছি জন্মাতে বারবার।

 

দেবতা বদল হলো আজ

মাটির দেবতাও যে কথা কয়,

রহস্য মানব রহস্য সে সুন্দর

রহস্য তার বেড়াজাল।

তবু তার ধ্যান ভাঙিয়েছি

পূজো দিয়েছি ভক্তি করেছি

চুমো এঁকেছি তার পায়ে সহস্রবার।

আমি হারিয়েছি অরণ্যে

সুন্দর থেকে সুন্দরে,

পথ আর আমায় ক্লান্ত করে না

আমি কারো অধিনে নেই আর।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com