সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

মহাদেবপুরে সাংবাদিক সুইটকে লাঞ্চিত করে ক্যামেরা ছিনতাই

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

 

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মহাদেবপুর প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সুইট হোসেন প্রহৃত হয়েছে। প্রতিপক্ষরা তাকে বেদম মারপিট করে তার ক্যামেরা ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। রোববার (৫ মার্চ) দুপুরে উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

সাংবাদিক সুইট অভিযোগ করেন, চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানান অনিয়মের প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা সকালে মানববন্ধন পালন করে। জানতে পেরে সুইট হোসেন দুপুরে সে সংবাদ সংগ্রহ করতে ওই বিদ্যালয়ে যান। এসময় প্রধান শিক্ষকের প্রতিপক্ষ শিক্ষক হায়দার আলীর নেতৃত্বে অন্য শিক্ষকরা সুইট হোসেনের উপর চড়াও হয়। তারা সুইটকে বেদম মারপিট করে তার ক্যামেরা ও নগদ টাকা ছিনতাই করে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com