শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

১৯ বছর পর জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

ফয়সাল আহমেদ, জবি প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৭৩ জন দেখেছেন

অবশেষে দীর্ঘ ১৯ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন ২৮৩ জন। এতে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পর্যন্ত স্থান পেয়েছেন।

শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২০০৩ সালে সর্বশেষ ৮১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ হয়। এরপর কমিটি হলেও তা পূর্ণাঙ্গ হয়নি। চলতি বছরের ১ জুলাই আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছয় বছর পর জবি ছাত্রদলের কমিটি হয়।

একই সঙ্গে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com