শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

স্বপ্নচাষ সমিতির প্রথম মৎস্য আহরনের উদ্বোধন করলেন-জেলা প্রশাসক শামিম আহমেদ

সাইফুল ইসলাম,নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

 

নাটোরের নলডাঙ্গায় স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর প্রথম মৎস্য আহরনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(০৭ মার্চ) দুপুরে নলডাঙ্গার মাধনগরে স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর একটি পুকুর থেকে কাপ জাতীয় মাছ আহরন করে এ প্রকল্পের উদ্বোধন করেন,নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ।

চরমপন্থী সদস্যদের আত্নসমর্পণের পর তাদের পুর্নবাসনের লক্ষ্যে বর্তমান সরকারের অনুদানে পরিচালিত স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যই হল স্বপ্নচাষ প্রকল্প।

মৎস্য আহরন শেষে সমিতির সদস্যদের মাঝে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পুলিশ সুপার,জনাব মোঃ সাইফুর রহমানসহ অনেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম,উপজেলা মৎস অফিসার সঞ্জয় কুমার সাহা,স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মুর্শেদ রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com