শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সেরা পুরস্কারে ভূষিত হলেন সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলী

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৪ জন দেখেছেন

 

নিজস্ব প্রতিবেদকঃ

৯০ দশক থেকে বিভিন্ন সংবাদপত্রে মুক্তিযোদ্ধাদের জীবন চিত্র নিয়ে প্রতিবেদন,গল্প ও কবিতা লেখায় স্বদেশ সাংস্কৃতি ফাউন্ডেশনের সেরা পুরস্কারে ভূষিত হলেন সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলী। বুধবার সন্ধ্যায় ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটের সেমিনার হলরুমে সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলীর হাতে সেরা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের মহামান্য বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্বদেশ সাংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ্যাড.মো.রবিউল হোসেন রবি,সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো.মঈনুদ্দিন কাজল,বিশিষ্ট লেখক ও মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক বীর মুক্তিযোদ্ধা মেজর অব: শেখ আব্দুল হক, প্রফেসর শামসুন নাহার মাসুদ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী সৈয়দা ফরিদা আক্তার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড.মো. আব্দুল আউয়াল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সম্পাদক,সাংবাদিক ও কবি সাহিত্যিক। কবি মোহাম্মদ আককাস আলী তাঁর স্বাগত বক্তব্যে বলেন,তিনি ছোটবেলা থেকেই কবিতা গল্প নাটক লিখতেন। তিনি কবিতা ও গল্পের উপর দেশ-বিদেশের প্রায় আড়াই’শর মত সনদ ও পুরস্কার পেয়েছেন। এছাড়া সাংবাদিকতা পেশায় জড়িত হয়ে বিভিন্ন পত্রপত্রিকায় মুক্তিযোদ্ধাদের জীবনচিত্র প্রকাশ করে বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com