শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

সিংড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৩৪ জন দেখেছেন

নাটোরের সিংড়ায় সাপের কামড়ে আদরী (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ মধ্য পাড়ার আহম্মদ আলীর কন্যা এবং তেমুখ নওগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির আঙ্গিনায় কবুতরের ঘরের নিকট খেলাধুলা করার সময় ইটের মধ্য হাত ঢুকালে বিষাক্ত সাপ কামড় দেয়। শিশুর চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসে এবং বিষাক্ত গোমা সাপকে মেরে ফেলে। মুমূর্ষু অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।

তেমুখ নওগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পঙ্কজ কুমার জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা শোকাহত।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com