রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

সারাদেশে অনলাইন মার্কেটের নাম করে ভয়াবহ প্রতারণা

লুৎফুর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৫৫ জন দেখেছেন

লুৎফুর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি

 

আজ ২৪ জুন আরএফএল নাম দিয়ে গ্রুপ খোলে সারাদেশের মানুষের কাছ থেকে পূণ্য ডেলিভারি দেওয়ার নাম করে ডেলি চার্জ ভাবত ১০০০-৫০০ টাকা নিয়ে পরে অনলাইন থেকে ব্লক মেরে দেয়,তবে আরএফএল কোম্পানির কোন ধরনের প্রতারণার কাজে জড়িত নয় যারা জড়িত কিছু অসাধু অনলাইন চোর চক্র, এদের বড় ধরনের অপরাধ মূলক প্রতারণার গ্যাং রয়েছে বলে মনে করা হচ্ছে, এ সব চক্রের ফোন নাম্বার সংগ্রহ করা গেলেও বিকাশ নাম্বার এ টাকা পাটানোর পর তারা গ্রাহকদের ব্লক মেরে আইডি থেকে,এবং পরবর্তীতে ফোনে যোগাযোগ করতে চাইলে আর ফোন রিসিভ করেনা,
অভিযোগ আছে অনেক ভুক্তভোগীর, কাছ থেকে কোরিয়ার চার্জের কথা বলে টাকা বিকাশ নগদে মোবাইল ব্যাংকিং মাধ্যমে নিয়ে পরে আর তাদের হদিস মিলেনা, সাধারণ মানুষ কে বিভিন্ন ভাবে হয়রানি প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা সারাদেশের গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, প্রসাশনের কাছে সাধারণ মানুষের দাবি এদের খুঁজে বের করে, জেল হাজতে পাটানোর অনুরোধ জানিয়েছেন তারা।সারাদেশে অনলাইন মার্কেটের নাম করে ভয়াবহ প্রতারণা।

লুৎফুর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
আজ ২৪ জুন আরএফএল নাম দিয়ে গ্রুপ খোলে সারাদেশের মানুষের কাছ থেকে পূণ্য ডেলিভারি দেওয়ার নাম করে ডেলি চার্জ ভাবত ১০০০-৫০০ টাকা নিয়ে পরে অনলাইন থেকে ব্লক মেরে দেয়,তবে আরএফএল কোম্পানির কোন ধরনের প্রতারণার কাজে জড়িত নয় যারা জড়িত কিছু অসাধু অনলাইন চোর চক্র, এদের বড় ধরনের অপরাধ মূলক প্রতারণার গ্যাং রয়েছে বলে মনে করা হচ্ছে, এ সব চক্রের ফোন নাম্বার সংগ্রহ করা গেলেও বিকাশ নাম্বার এ টাকা পাটানোর পর তারা গ্রাহকদের ব্লক মেরে আইডি থেকে,এবং পরবর্তীতে ফোনে যোগাযোগ করতে চাইলে আর ফোন রিসিভ করেনা,
অভিযোগ আছে অনেক ভুক্তভোগীর, কাছ থেকে কোরিয়ার চার্জের কথা বলে টাকা বিকাশ নগদে মোবাইল ব্যাংকিং মাধ্যমে নিয়ে পরে আর তাদের হদিস মিলেনা, সাধারণ মানুষ কে বিভিন্ন ভাবে হয়রানি প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা সারাদেশের গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, প্রসাশনের কাছে সাধারণ মানুষের দাবি এদের খুঁজে বের করে, জেল হাজতে পাটানোর অনুরোধ জানিয়েছেন তারা।বিকাশের নাম্বার প্রতারক চক্রের সাতে একাধিক বার ফোন করা হলেও ফোন রিসিভ করে নি চক্রটি,
বিকাশের নাম্বার প্রতারক চক্রের সাতে একাধিক বার ফোন করা হলেও ফোন রিসিভ করে নি চক্রটি
অনলাইন প্রতারনা”কে “সাইবার ক্রাইম” হিসেবে চিহ্নিত করা হয়। এ ব্যাপারে, সরকারের অধীনে আছে, “Cyber Security & Crime Division”। তাঁরা এসব প্রতারণার পরিপ্রেক্ষিতে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
প্রতারণক চক্রের বিকাশ নাম্বার জনস্বার্থে সেয়ার করা গেলো।
01858399611

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com