শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

শেষ হলো বি.কে.বি ক্লাবের সপ্তাহব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

মো:ইসমাইল খান সুজন, লক্ষ্মীপুর জেলা
  • আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২০০ জন দেখেছেন

মো:ইসমাইল খান সুজন, লক্ষ্মীপুর জেলা

 

নতুন প্রজন্মকে প্রযুক্তিখাতে সমৃদ্ধ করতে যুব উন্নয়ন ও সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত সংগঠন বি.কে.বি ক্লাব আয়োজন করেছিলো সপ্তাহব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়ার মাধ্যমে যার সমাপনী আয়োজন সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলো এফএনএফ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার।

শুক্রবার (২৬ মে) সকালে এফএনএফের কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে এদিন দিনব্যাপী ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সেশন পরিচালনা করেন কোর ওয়েব বিডি’র টিম লিডার আজমাত উল্যাহ রাকিব, ফ্রিল্যান্সার শামিম রহমান।

সমাপনী কার্যক্রমে বিকেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল খান সুজনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সোশ্যাল ইসলামী ব্যাংক নোয়াখালী শাখা ম্যানেজার শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক মান্দারী শাখা ম্যানেজার আজাদ হোসেন, এফএনএফ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ তারেক হোসাইন, কম্পিউটার প্রশিক্ষক জাবেদ হোসাইন, এফএনএফের অফিস সহকারী তামিম ইকবাল প্রমুখ।

এসময় অতিথিরা প্রযুক্তিখাতে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।

পরে সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com