শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

শেখ হাসিনা সরকার কৃষকের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন—সাংসদ সেলিম

মোহাম্মদ আককাস আলী,নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৫৪ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী,নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁ-৩আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন শেখ হাসিনা সরকার কৃষকের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন,এ’সরকার জনতার জীবন মানোন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। তিনি সরকারের দেয়া বিভিন্ন ভাতার কথা উল্লেখ করে বলেন, সামনে আবার ভোট আসছে। মানুষ এ সরকারের উন্নয়ন দেখে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনবেন। তিনি শুক্রবার সকালে (২৩জুন) উপজেলা কৃষি হলরুমে দেড় হাজার চাষিদের মাঝে কৃষি প্রণোদনা শুক্রবার (২৩ জুন) বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিত কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী। তিনি জানান, চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় এবার এক হাজার ৩৩৫ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য উফশী জাতের রোপা আমন ধানের বীজ পাঁচ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ২০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য হাইব্রিড জাতের রোপা আমন ধানের বীজ দুই কেজি এবং ৯০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এক কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, পলিথিন এক রোল, সুতলী দড়ি এক ব্যান্ডিল, বালাইনাশক একটি ও নগদ দুই হাজার ৯৩২ টাকা পঞ্চাশ পয়সা করে বিতরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com