শনিবার, ০৪ মে ২০২৪, ১০:০১ অপরাহ্ন

শেখ হাসিনা সরকারের উন্নয়ন ধরে রাখতে জনগণ আবারও নৌকায় ভোট দিবে—সাংসদ সেলিম

মোহাম্মদ আককাস আলী :
  • আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী :

 

নওগা-৩ আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন ধরে রাখতে জনগণ আবারও নৌকায় ভোট দিবে। তিনি বলেন,শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সাংসদ বলেন, এই উন্নয়নকে ধুলিস্যাৎ করতে স্বাধীনতা বিরোধীরা মরিয়া হয়ে উঠেছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মী ও জনগণকে সজাগ থাকার আহবান জানান তিনি। শনিার (১৩মে) সকাল সাড়ে ১০টার দিকে খাজুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল উদ্দীনের সভাপতিত্বে কুঞ্জবন বাটুলতলী এলকায় বন্দরনগরী কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে মহাদেবপুর-পোরশা আন্ত:উপজেলা সংযোগকারি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ইউএনও আবু হাসান, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, ওসি মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী প্রমুখ। সওজ পত্নীতলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক জানান, তিনটি গ্রুপে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এরমধ্যে মহাদেবপুরের গ্রুপে বরাদ্দ করা হয়েছে ৩২ কোটি ৩৬ লক্ষ টাকা। এখানে মোট ৯ কিলোমিটার সড়কের মধ্যে এক কিলো ৩০০ মিটার সড়ক ২৪ ফুট চওড়া করে আরসিসি ঢালাই দেয়া হবে। বাকী অংশে সড়কের চওড়া হবে ১৮ ফুট। এছাড়া অন্য দুটি গ্রুপে যথাক্রমে ৬৫ কোটি টাকার বেশি ও ৩০ কেটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে।মোট ৩৮ কিলোমিটার দীর্ঘ্য সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে নওগাঁ জেলা সদর ও মহাদেবপুর উপজেলার সাথে পোরশা উপজেলা এবং পাশ্ববর্তী চাপাইনবাবগঞ্জ জেলার সড়ক যোগাযোগের প্রভূত উন্নয়ন সাধিত হবে। সড়ক ও জনপথ বিভাগ সওজ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com