শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

লায়ন্স ক্লাব অফ ঢাকা মেট্রোপলিটনের আই ক্যাম্প অনুষ্ঠিত।

মোঃ আবেদ আহমেদ- বিশেষ প্রতিনিধি।   
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৭৯ জন দেখেছেন

২৬ অক্টোবর, মঙ্গলবার বিকেল ২:০০ টা থেকে ওয়ার্ল্ড সার্ভিস মান্থ ২০২২ উপলক্ষে লায়ন্স ক্লাব অফ ঢাকা মেট্রোপলিটন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি১, বাংলাদেশ’র উদ্যোগে গুলশানের কালাচাদপুর সেন্ট তেরেসা স্কুলে দুস্থ আদিবাসিদের মাঝে খাবার বিতরণ পরে হাইপারটেনশন ও ডায়বেটিস পরীক্ষা এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লায়ন মো. লুৎফর রহমান এমজিএফ অনারা’বল ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গবর্নর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. নুরুল ইসলাম মোল্লা এমজেএফ,আইপিডিজি,পিসিসি লায়ন শাহেনা রহমান এমজেএফ, আইপিডিজি, লায়ন ফিরোজ আহমেদ, ডিস্ট্রিক্ট জিএলটি কো-অর্ডিনেটর, লায়ন আশিকুজ্জজামান চৌধুরী ইমন ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর, লায়ন তানভীর আহমেদ, সেক্রেটারি,ওয়ার্ল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম অভজারন্সে কমিটি, লায়ন ডা. শাহিদা খন্দকার এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অফ ঢাকা মেট্রোপলিটন ও জোন চেয়ারপার্সন, ডা. কেএম শাহীদুল হক এমজেএফ, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন, চাইল্ডহুড ক্যান্সার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাদিয়া শামসুন্নাহার, মেডিকেল অফিসার, লায়ন ছিদ্দিকুর রহমান, সেক্রেটারি, ঢাকা মেট্রোপলিটন ও ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন, লায়ন মনোয়ারা বেগম,ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন, মো. ইব্রাহিম খলিল, মেহেদী হাসান এবং মো. মহসিন ভূঁইয়াসহ আরো অনেকে।

উক্ত প্রোগ্রামে ডা. শাহিদা খন্দকার এমজেএফ ডায়বেটিকের কারণ ও তার প্রতিকারের বিষয়ে আলোকপাত করেন।পরে প্রায় একশত জন গরিব দুস্থের মাঝে খাবার বিতরণ করা হয়।সত্তর জন রোগির ডায়বেটিক পরীক্ষা করা হয় এবং আশি জন রোগির চক্ষু পরীক্ষা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com