শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ ইসমাইল খাঁন সুজন, লক্ষ্মীপুর জেলা
  • আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৮১ জন দেখেছেন

মোঃ ইসমাইল খাঁন সুজন, লক্ষ্মীপুর জেলা।

 

 

“মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গড়তে সংস্কৃতি হোক প্রেরণার হাতিয়ার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । গত- (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে শহরের ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, প্রধান আলোচক ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্ত্তী (অর্ক) । সভাপতিত্ব করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সঞ্চালনা করেন দত্তপাড়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক সুলতানা আক্তার মাসুমা। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দিন আহম্মদ খান।

আরো উপস্থিত ছিলেন পৌর আইডিয়াল কলেজ এর প্রভাষক মাহবুবুর রশিদ চৌধুরী,ধ্রুবতারা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিইও অলি আহম্মেদ, দালাল বাজার ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আজিজুর রহমান আজম,রহমানিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুম মোল্লা,লক্ষ্মীপুর লেখক পাঠক ফোরামের আহবায়ক রেজাউল করিম রানা, আয়াত উল্যা কাদেরিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহ সাফায়েত উল্যা কাদেরি, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর জেলা সাধারণ সম্পাদক ইসমাইল খান সুজন সহ আরো অনেকে।

 

অনুষ্ঠানে এ সময় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

আগামী দুই বছরের জন্য সভাপতি মোঃমিজানুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃইসমাইল খাঁন সুজন এবং সাংগঠনিক আয়েশা বেগম কে করে কমিটি ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com