শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

রাজারহাটে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৮৫ জন দেখেছেন

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

রাজারহাটে বুধবার ১৫ মার্চ বিকাল ৩ঃ৩০ঘটিকায় পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে রাজারহাট উপজেলার বাজারসহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার, কৃষি অফিসার, মৎস অফিসার, রাজারহাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাজারহাট বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ।

এই বিষয়ে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন,ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে আলোচনা সভা করা হয়েছে এবং সারা রমজান মাস জুড়ে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, কোন ব্যবসায়ী যেনো হঠাৎ করে কোন পন্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেই বিষয়ে আমাদের কড়া নজরদারি থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com