বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

রাজারহাটে ইউপি সদস্যের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নজির হোসেন হিরা কর্তৃক রংপুর সাইবার ট্রাইব্যুনালে ৬ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১২ জুন সকাল ১১ঃ৩০ঘটিকায় এলাকাবাসীর আয়োজনে নাজিমখান বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে নাজিমখান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে বক্তরা বক্তব্য বলেন, নাজিমখান ইউনিয়নের ৬ নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ নজির হোসেন হিরা দীর্ঘদিন ধরে নারীদের সঙ্গে অশ্লীন কাজে লিপ্ত হয়ে তাদের ভিডিও ধারন করে প্রতারণা করে আসছে। সম্প্রীতি ওই ইউপি সদস্যর ১মিনি ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফেশবুকের মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ওই দুর্নীতবাজ ও নারী লোভী ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলে তিনি বিভিন্ন হুমকি প্রদান করেন এবং ৬ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ইউপি সদস্য পদ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শাহাজাহান আলী, মোঃ ইদ্রিস আলী, মোঃ ছবিয়াল আলি, মোঃ আহম্মদ আলী, জাকারিয়া খান বিটনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে নাজিমখান ইউনিয়নের ৬নং ইউপি সদস্য নজির হোসেন হিরা বলেন, ফেসবুকে আমার নামে অশ্লীল ভিডিও আমার নয় বলে মুঠোফোনে প্রতিবেদককে জানান। তিনি আরো বলেন আমার প্রতিপক্ষ আমাকে সমাজের চোখে ছোট করার জন্য এসব পায়তারা চালাচ্ছে,তাই আমি তাদের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com