শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারের জুড়ীতে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত তাসসহ ১১ জুয়ারি আটক

লুৎফর রহমান (রানা) মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৯০ জন দেখেছেন

লুৎফর রহমান (রানা) মৌলভীবাজার জেলা প্রতিনিধি

 

মৌলভীবাজার জেলার জুড়ী থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ টাকাসহ ১১ জুয়ারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২ জুন)
রাতে এসআই মোঃ ফরহাদ মিয়াসহ জুড়ী থানার একটি বিশেষ দল জুড়ী থানাধীন ৩নং পশ্চিম জুড়ী ইউপির পশ্চিম বাছির বাজারস্থ আটককৃত আসামি মোঃ বিল্লাল মিয়ার ডেকোরেটার্স দোকান ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে জুয়ারিদের আটক করেন।

আটককৃতরা ব্যক্তিরা হলেন:
১। মোঃ বিল্লাল মিয়া (৪০) পিতা-মৃত সিরাজ মিয়া, ২। শিশু রাম বিশ্বাস(৩২) পিতা-মৃত চরিত্র বিশ্বাস, ৩। শ্যামল দাস (২৮) পিতা-মৃত বসন্ত দাস, ৪। মোঃ শামীম মিয়া (৩৮) পিতা-আবু তাহের, ৫। মোঃ শাকিল আহমদ (২২) পিতা-আব্দুল জলিল, ৬। আব্দুল কাদির জিলানী (২০) পিতা- ধনু মিয়া, সর্ব সাং-পশ্চিম বাছিরপুর, ৭। মোঃ জামাল উদ্দিন (৩০) পিতা-মানিক মিয়া, সাং-পূর্ব বাছিরপুর, ৮। সুমন মিয়া (৩৪) পিতা-আরফান আলী, সাং-শিমুলতলা এ/পি পশ্চিম বাছিরপুর, ৯। মোঃ ফারুক উদ্দিন (৩৬) পিতা-সফিক উদ্দিন, ১০। বিকাশ দাস(৩০) পিতা-মৃত অভিনাশ দাস, ১১। রুবেল দাস (২৬) পিতা-মৃত বাবুল দাস, সর্ব সাং- কালনিগড়, সর্ব থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার।

এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডেল (১০৪ টি) তাস এবং নগদ ৪১৫০/- টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় জুড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com