শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

মিথ্যার দম্ভে

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৭০ জন দেখেছেন

মিথ্যার দম্ভে

মোহাম্মদ আককাস আলী।

মিথ্যুক লোকের মিথ্যার দম্ভে
উঠছে লড়ে এ’সমাজের মানুষগুলো।
সত্যকে মিথ্যা বানিয়ে
দখলে নিয়েছে অস্য লোকগুলো।
মিথ্যার দম্ভে সত্যবাদীরা পালায় দুরে
লাজ,লজ্জার ভয় নেই অস্য লোকের মনে।

সাধুর বেশে পথে ঘাটে
দম্ভ করে চলে তারা,
মিথ্যার পথটা বেছে নিয়ে
সত্যবাদী সেজে আছে মিশে সবার সাথে।

মিথ্যার আছে অনেক অপশক্তি
আছে অনেক তেলেছমাতি,
সত্য হলো আলোর মতো
মিথ্যা হলো অন্ধকারের ছায়া
অন্ধকারেই জীবন তোদের থাকবে বাঁধা।

সত্যবাদীর হৃদয় জুড়ে
থাকে আল্লাহর প্রতি ভয়,
মিথ্যাবাদীর নষ্ট মনে
লোভ-লালসা ঘিরে রয়।

সত্যের পথে আল্লাহ খুশি
মনে প্রাণে বাজে সুখের বাজী
মিথ্যুক লোকের মিথ্যার দম্ভ ভেঙে পড়ে
অপশক্তি চলে যায় অনেক দূরে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com