রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

মান্দায় ধানকাটা শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৬১ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর মান্দায় মাঠে ধান কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চকরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। অন্য শ্রমিকদের সঙ্গে শনিবার সকালে বাড়ি থেকে চকরামপুর গ্রামের মাঠে ধান কাটতে গিয়েছিলেন তিনি।
শ্রমিক জাইদুল ইসলাম জানান, দৈনিক মজুরিতে চকরামপুর গ্রামের ইয়াকুব আলীর জমিতে ধান কাটার কাজ করছিলেন পাঁচজন শ্রমিক। এ দলে আনোয়ার হোসেনও তাদের সঙ্গে ছিলেন।
জাইদুল ইসলাম আরও বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ধানের ভার নিয়ে মাঠ থেকে তারা গৃহস্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বন্যানিয়ন্ত্রণ বাঁধে হারুনের দোকানের সামনে ধানের ভার নিয়ে আনোয়ার হোসেন পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। প্রচন্ড রোদ ও ভ্যাপসা গরমে শ্রমিকদের সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com