সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

মান্দায় অবৈধভাবে বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দসহ মজুতকারী আটক

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৪৩ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

নওগাঁর মান্দায় অবৈধভাবে মজুত করা গম, সয়াবিন তেল,আটা, চিনি ও ছোলাসহ ২৭০ মেট্রিক টন খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এ সময় মাসুদ রানা (৪৫) নামে মজুতকারী এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।বুধবার সন্ধ্যায় উপজেলার পরানপুর এলাকায় প্রশাসনের চালানো অবৈধ মজুতবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভোগ্যপণ্যসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যবসায়ীর মাসুদ রানা ‘মাসুদ এন্টারপ্রাইজ’ নামে খাদ্যপণ্যের ব্যবসা করতেন। তবে এই নামে তাঁর কোনো ব্যবসায়িক লাইসেন্স নেই।
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আনজুমান বানু। তিনি বলেন, ‘উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে– আমাদের কাছে এমন গোপন তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ২২৮ মেট্রিক টন গম, ৮ মেট্রিক টন আটা, ছোলা-বুট ৩২ মেট্রিক টন ও ৪ মেট্রিক টন চিনির অবৈধ মজুত পাওয়া গেছে। গুদামটিতে প্রায় এক বছর সময় ধরে গম মজুত করা হয়েছিল। লাইসেন্স ছাড়াই গম, সয়াবিন, চিনি, ছোলা ও আটার ব্যবসা করে আসছিলেন ওই ব্যবসায়ী।’
ইউএনও আরও বলেন, ‘অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হচ্ছে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এই মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘প্রশাসনের পরিচালিত অভিযানে অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, ‘রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত সাত দিনে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে নওগাঁয় ৩৯টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com