শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

মনুষ্যত্ব

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৬০ জন দেখেছেন

কবিতা—–মনুষ্যত্ব

এল,রহমান রানা…✍️

 

মন না থাকিলে কেহ সটিক 

মানুষ

নয়, দূর জনের দুঃখ বুঝে

যেন

মানবিক মানুষ সে জন,

পরের তরে নেই ভালবাসা

কি করে করো তুমি 

জান্নাতের যাওয়ার 

আশা,

হও তুমি খোদা ভিতু

মানব সেবায় নিয়োজিত

থাকো সদা, সৎ থাকো,

অন্যের করো উপকার, 

হিংসে করে করোনা কারো

ক্ষতি, না হলে কমে যেতে

পারে

তাহাদের অভিশাপে চোখের 

যতি।

মানবিক হইতে হবে

সমাজের গুনীজনদের

কদর করিতে হইবে,

তাহালেই তুমি সবার অন্তরে 

ভালবেসে রবে,

সেই মানুষ কবে বা হবে

পরের উপকারে নিজেকে

দিবে বিলিয়ে, 

সুখ নামক বস্তুটা আনিবে

চিনিয়ে, মানুষের হক 

মেরে নাহি খাই, তবেই 

মনুষ্যত্বের

কাতারে তুমি পরিবে মশাই।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com