রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

বগুড়া আদমদীঘিতে হাতির চাঁদাবাজিতে পিতা-পুত্র নিহত   

এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার অদূরে ইন্দইল বড়ো ব্রীজের নিকটে আজ সকাল সাড়ে নয় ঘটিকার সময় হাতির চাঁদাবাজি এড়িয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে নয় ঘটিকার সময় উপজেলার ইন্দইল বড়ো ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পিতা-পুত্র  হলেন উপজেলার লক্ষ্মীকুল গ্রামের মৃত নাগর প্রামানিকের ছেলে লোকমান আলী (৭৫) ও তার ছেলে জাহিদুর রহমান (৪৭) স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদম দীঘি উপজেলার ছাতিয়ান গ্রামে ইউনিয়নের পশ্চিম সিংড়া পাড়া এলাকায় একটি বিয়ের বর যাত্রী যাওয়ার জন্য হাতি ভাড়া করা হয়। সেই হাতিটি গত কয়েকদিন আগে ওই বিয়ে বাড়িতে আনা হয়। এরপর থেকে হাতির মাহুত প্রতিদিন সকালে হাতিটি নিয়ে চাঁদাবাজির জন্য সড়কে বের হয়। শুধু সড়ক নয় বাজার, শহর এলাকার বিভিন্ন দোকানে ও হাতিকে দিয়ে টাকা আদায় করে। আজ শনিবার সকালে মাহুত ওই হাতিকে দিয়ে  সড়কে চাঁদাবাজি করছিলো।

এসময় আদমদীঘি আদমিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জাহিদুর রহমান তার বাবা লোকমান আলীকে নিয়ে মোটরসাইকেল যোগে আদমদীঘি যাচ্ছিলেন। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইন্দইল বড়ো ব্রীজের পশ্চিম পাশে ওই হাতিটি চাঁদার জন্য তাদের সামনে দাঁড়ালে তারা এড়িয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী লোকমান আলী মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় তার ছেলে মোটরসাইকেল চালক জাহিদুরকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক চালকসহ কাভার্ডভ্যান জব্দ ও  মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য হাতিসহ মাহুতকে থানায় নিয়ে আসা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com