বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

ফরিদপুর জেলার ভাংগায় বিএনপি, জামায়াতের ৩৬ নেতা কর্মী আটক

সেক মোহাম্মদ আফজাল, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৮২ জন দেখেছেন

সেক মোহাম্মদ আফজাল, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় দুইটি বাসে তল্লাশি করে বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা ঢাকার মহাসমাবেশ শেষে ভাঙ্গা হয়ে বাড়িতে যাচ্ছিলেন।

রোববার ২৯ অক্টোবর দুপুরের দিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (২৭ অক্টোবর) রাতে ফরিদপুরের ভাঙ্গায় দুইটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা ভাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোর জেলার বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তারা ঢাকার মহাসমাবেশ থেকে বাড়ি ফিরছিলেন।

ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, গতকাল রাতে জামায়াত-বিএনপির ৩৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা, ঢাকার মহাসমাবেশ থেকে দুইটি লোকাল বাসে করে বাড়ি ফিরছিলেন।

সন্দেহ হলে, জিজ্ঞেসাবাদে তারা স্বীকার করেছেন, তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। এছাড়া যাচাই-বাছাই করে দেখা হয়, তারা সবাই বিভিন্ন মামলার পলাতক আসামি।
আটকদের রোববার দুপুরে ফরিদপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com