সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

ফরিদপুরে ভেজাল খেজুরের গুড় তৈরির কারখানায় অভিযান, 

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৫১ জন দেখেছেন

 

সেক মোহাম্মদ আফজাল, বিশেষ প্রতিবেদক, ফরিদপুর:

নগরকান্দায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার ২১ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান অভিযানের নেতৃত্বে ছিলেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন- আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে রোববার দুপুরে খোয়াজের ডাংগী গ্রামে গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল খেজুর গুড় তৈরির প্রমাণ পাওয়ায় আলম ও জলিল নামে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে কারখানাটি থেকে তৈরি করা ভেজাল গুড় জব্দ করা হয়। এছাড়া গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লাখ টাকা মূল্য মানের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com